খয়রাশোল: বৃষ্টির মাঝেই পুজোর সাজ, কাঁকড়তলায় ২৪ পুজো কমিটির হাতে সরকারি এক লক্ষ দশ হাজারের চেক
কাঁকড়তলা থানায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার ২৪টি সার্বজনীন পুজো কমিটির হাতে চেক তুলে দেন প্রশাসনের কর্তারা। সভায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ডি-জে বক্স নিষিদ্ধকরণ, সিসি ক্যামেরা লাগানো, মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ না করা সহ নানা নিরাপত্তা ও নিয়ম মেনে দুর্গোৎসব পালনের বার্তা দেওয়া হয়। অনুদান পেয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা।