বরাবাজার: ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজের উপর রয়েছে নজর, প্রয়োজনে আইনের ব্যবস্থাও নেওয়া হবে, বাজড়াতে বললেন CPIM নেতা
ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি মূলক কাজ নিয়ে CPIM পার্টি সম্প্রতি RTI করে সমস্ত তথ্য বের করে তারই পরিপ্রেক্ষিতে মিছিল এবং সভা আকারে জনসমক্ষে তার প্রচার করেছিল। এই দুর্নীতি নিয়ে আগামী দিনে আরো আন্দোলন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজড়া গ্রাম থেকে এমনই জানালেন CPIM পার্টির বরাবাজার দু'নম্বর এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দয়াময় সিংহ