ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে ফায়ার সার্ভিস রিকুইশন ক্লাবের উদ্যোগে শারদীয়ার প্রাক্কালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদেরকে ফল বিতরণ
দুর্গাপুরে ফায়ার সার্ভিস রিকুইশন ক্লাব এর উদ্যোগে শারদীয়ার প্রাক্কালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদেরকে ফল বিতরণ করা হয়। দমকল বিভাগের কর্মীরা হাসপাতালে শিশু থেকে মহিলা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তাদের হাতে ফল বিতরণ করলেন। প্রতিবারেই সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে উপলক্ষে ফল বিতরণ করা হয়, কিন্তু এবারে সেকেন্ড অক্টোবর বিজয় দশমী হওয়ার দরুন, শনিবার সকাল সাড়ে ১১ টায় ফল বিতরণ করলেন।