তেহট্ট ২: পলাশীপাড়া বিধানসভায় তৃণমূলের অন্তরে বিধায়ক ও ব্লক সভাপতির বাইরেও উঠে আসে তৃতীয় গোষ্ঠী, শুরু হয়েছে গুঞ্জন
২৬শের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পলাশীপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ ততোই ফুটে উঠছে। জেলা সভাপতি মহুয়া মৈত্রের নেতৃত্বে একদিকে ব্লক সভাপতি দেবাশীষ বিশ্বাসের গোষ্ঠী আরেকদিকে বিধায়ক মানিক ভট্টাচার্যের গোষ্ঠী, তৃতীয় গোষ্ঠীর হিসেবে নাম উঠে আসছে সমাজসেবী অনুপ রায়ের নাম। দিন দুয়েক আগেই ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দেখা যায়নি বিধায়ককে। আবার বিভিন্ন জায়গাতে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করতে দেখা যাচ্ছে সমাজের অনুপ রায়কে।