বালুরঘাট: বালুরঘাট থানা এলাকায় টাওয়ারে চুরির ঘটনার অভিযুক্তকে সাত দিনের পুলিশে বাজার দিল আদালত, কি বলছেন সরকারি আইনজীবী?
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার রঘুনাথপুর এলাকায় ২০২২ সালে একটি মোবাইল টাওয়ার থেকে চুরির ঘটনায় দায়ের হয়েছিল অভিযোগ। অভিযোগ দায়ের করেছিলেন ওই টাওয়ারের টেকনিশিয়ান কাজল মহন্ত। দীর্ঘদিন তদন্ত চালানোর পর বালুরঘাট থানার পুলিশ অবশেষে ঘটনাটির কিনারা করে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—এই ঘটনার মূল পান্ডা আসলে অভিযোগকারী কাজল মহন্ত নিজেই।