মথুরাপুর ২: জব কার্ডের সাথে আধার কার্ড ও ফোন নাম্বার লিঙ্ক করায় খুব শীঘ্রই ১০০ দিনের কাজ শুরু হবে মনে করছেন উপভোক্তারা
মথুরাপুর দু নম্বর ব্লকের একাধিক অঞ্চলের শুরু হয়েছে জব কার্ডের সাথে আধার কার্ড লিংক করার কাজ। এই জব কার্ডের মাধ্যমে ১০০ দিনের কাজ হবার ফলে এলাকায় উন্নয়ন হবার সাথে সাথে গরিব মানুষরা সাংসারিক অভাব অনটন মেটাতো কিন্তু কেন্দ্র সরকার সেই ১০০ দিনের কাজ বন্ধ রেখেছেন এবং বকেয়া টাকা না দেওয়ার ফলে অসুবিধায় পড়েছেন খেটে খাওয়া সাধারণ জনগণ। আবারও শুরু হয়েছে জব কার্ডের সাথে আধার লিঙ্ক করার কাজ এতে আগামী দিন জব কার্ডের মাধ্যমে কাজ হবে এই আশায় আছেন জব কার্ড হোল্ডা