দিনহাটা ২: কালমাটি অঞ্চল মাঠে শারদীয়া কাপ 2025 , ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্ট
কালমাটি অঞ্চল মাঠে শারদীয়া কাপ 2025 , ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এই টুর্নামেন্টের সপ্তম দিনের খেলায় মুখোমুখি অংশগ্রহণ করে বালিকা এফসি বনাম দড়িবস SSS ফুটবল টিম। এদিন নির্ধারিত সময় খেলায় ফলাফল অমীমাংসিত থাকায় সেই খেলা পৌছায় ট্রাইবেকারে। ট্রাইববেকারে বালিকা এফসি ফুটবল টিম জয়লাভ করে। আরো জানা যায় এই খেলা কালমাটি ফুটবল ইউনিটের পরিচালনায় আয়োজিত হয়েছে।