ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্সের বিরুদ্ধে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানালো
ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্সের বিরুদ্ধে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানালো ইসলামপুর শহর তৃনমুল কংগ্রেস নেতৃত্ব। বুধবার দুপুরে দলের এই কর্মসূচিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। উল্লেখ্য ২৪ সে অক্টোবর চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। চিকিৎসা গাফিলতির অভিযোগে সরব হয়েছিলো রোগীর পরিজনেরা।রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রোগীকল্যান সমিতি চেয়ারম্যান কানাইয়ালাল আগ