পানিসাগর: দামছড়া থানাধীন বংসুল এলাকায় ভেইক্যাল চেকিং-এ বসে দামছড়া থানার পুলিশ
সোমবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত দামছড়া থানাধীন বাংসুল এলাকায় ভেইক্যাল চেকিং-এ বসে দামছড়া থানার পুলিশ। দামছড়া থানার অফিসার ও কর্মীরা হঠাৎ করে বাংসুল নাকায় যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল মোটরযান আইন মেনে চলা নিশ্চিত করা এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।এই উদ্যোগের মাধ্যমে পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা প্রদান করেছে।