পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার দিন্দাপাড়া সংলগ্ন ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক, ঘটনাস্থলে এডিএফও,রেঞ্জার,বনকর্মী,পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের দিন্দাপাড়া সংলগ্ন ঠাকুরান নদীর চরে গত ৩০ নভেম্বর সকালে বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়,ঘটনাস্থলে পৌঁছয় এডিএফও রেঞ্জার বনদপ্তরের কর্মীরা, যে পথ দিয়ে বাঘ ঢুকতে পারে সেই পথে জালপাতা হয়, বসানো হয় লোহার খাঁচা, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স