হলদিয়া: হলদিয়া ডক কমপ্লেক্স রেল ট্রাক মেনটেনেন্স শ্রমিক বৃন্দের বিশ্বকর্মা পুজায় হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল
হলদিয়া ডক কমপ্লেক্স রেল ট্রাক মেনটেনেন্স শ্রমিক বৃন্দের পূজো উদ্বোধন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল। বুধবার দুপুরে পুজবন্ডকে প্রতিমা দর্শন সতী সমন্তের মূর্তিতে মাল্যদান করেন, সেই সঙ্গে হলদিয়া আই সি এমপ্লয়ীদের পূজো এ আই টেকনোলজি তুলে ধরা হয়েছে মন্ডলে, কোথাও কেদারনাথের মন্দিরের আদলে মন্ডপসজ্জা। হলদিয়া শিল্প শহরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের দেড় লক্ষ্য করা যায় সেই চিত্র ধরা পড়ল বুধবার দুপুরে।