ময়না: পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে শিশুদের নিয়ে গণভাইফোঁটার আয়োজন
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের পালসি অন্ত্যেদয় অনাথ আশ্রমে শিশুদের নিয়ে গণ ভাই ফোঁটার আয়োজন করা হয় |আশ্রমে একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা এখানে ৩০০ জন ভাইদের ফটো দিল বোনেরা |এই আয়োজনে খুশি অনাথ আশ্রমে শিশুরা |