রানিগঞ্জ: রানীগঞ্জ বাজারে ফুলের দাম আগুন ছোঁয়া লক্ষ্মী পূজার বাজারে , কলা আপেল ছুলে লাগছে হাতে ছ্যাকা
রানীগঞ্জ বাজারে ফুলের দাম আগুন ছোঁয়া লক্ষ্মী পূজার বাজারে , কলা আপেল ছুলে লাগছে হাতে ছ্যাকা।রাত পোহালেই লক্ষ্মীপজো তার আগে বাজারগুলোতে মানুষের ভিড়। দশকর্মা থেকে ফলমূল, ফুল থেকে শুরু করে লক্ষ্মী প্রতিমা কেনার জন্য ভিড় করছে সাধারণ মানুষ রানীগঞ্জ বাজার গুলিতে রবিবার বিকেল সাড়ে পাঁচটায়। কম দাম থেকে শুরু করে বেশি দাম সব রকমের লক্ষী মূর্তি পাওয়া যাচ্ছে রানীগঞ্জ বাজারে।