হীরবাঁধ: ১৩২ বছরের ঐতিহ্য! দিগতোড়ের দুর্গাপুজোয় কি এমন আছে জানেন?
দিগতোড়ে ১৩২ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো আজও সমান জাঁকজমকে পালিত হয়। হরপার্বতী রূপে দেবী পূজিতা হন। বাংলার ১৩০১ সালে পুরুলিয়ার কাশিপুর মহারাজার অনুপ্রেরণায় রায় পরিবার এ পুজোর সূচনা করে। গ্রামের মাঝখানে চার মন্দির ঘিরে চারদিন ধরে চলে মহোৎসব। প্রায় কুড়ি বিঘা সম্পত্তি ও চাঁদা, সরকারি অনুদানেই পুজোর ব্যয়ভার বহন হয়। নবমীতে ৬০-৭০টি ছাগ বলি হয়, সঙ্গে থাকে অন্নভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এই পুজো আজও গ্রামকে একসূত্রে বাঁধে।