ছাতনা মন্ডল 3 এর পক্ষ থেকে আজ কমলপুর মোড়ে একটি পরিবর্তন সভা করা হলো। এই সভাতে উপস্থিত ছিলেন, রাজ্যের পূর্বতন সম্পাদক, সায়ন্তন বোস, বাঁকুড়ার দুই সাধারণ সম্পাদক, স্বপন মুখার্জি,উজ্জ্বল মণ্ডল এবং মন্ডল সভাপতি পরমেশ্বর মন্ডল মহাশয় ও জেলা ও মন্ডল স্তরের সকল কার্যকরতা গণ।