পুঞ্চা: লেপোডি গ্রামে পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী
Puncha, Purulia | Nov 30, 2025 কেন্দা থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক বাইক আরোহী। রবিবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লেপোডি গ্রামে কেন্দা পুরুলিয়া রাজ্য সড়কে।জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি পাশে পিলারে ধাক্কা মারে ওই বাইক আরোহী। বাইক আরোহীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। আহত কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কেন্দা থানার পুলিশ।