বারাসাত ১: বারাসাত স্টেশনে আচমকা পূর্ব রেলের আধিকারিকদের উপস্থিতিতে টিকিট চেকিং অভিযান চালানো হলো
বারাসাত স্টেশনে আচমকা পূর্ব রেলের আধিকারিকদের উপস্থিতিতে টিকিট চেকিং অভিযান চালানো হলো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়ানো থেকে ট্রেনের কামরা বাড়ানো হয়েছে । অনলাইন টিকিট কাটার সুবিধা থেকে শুরু করে প্ল্যাটফর্মে টিকিট ভেন্ডার মেশিন সহ কোয়াটারলি টিকিট কাটার সুবিধা দেওয়া হয়েছে।। তারপরও দুই থেকে তিন শতাংশ যাত্রী এখনো পর্যন্ত বিনা টিকিটে যাত্রা করছে। তাদেরকেই সচেতন করতে আজ হঠাৎ দুপুর একটা নাগাদ বারাসাত স্টেশনে আচমকায় হাজির হয় পূর্ব