মাজদিয়া-গাজনা রাস্তায় একটি ম্যাটাডোর গাড়ি থেকে ৬০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, আটক এক ব্যক্তি। সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কৃষ্ণগঞ্জের মাজদিয়া-গাজনা রাস্তায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন এই এত পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তি গাড়িতে কী আছে, তা জানেন না বলেই দাবি করেছেন।