অন্ডাল: ইসিএল এলাকায় ঘর খালি করার নির্দেশ, বিক্ষোভ,বিনা নোটিশে ইসিএলের সেন্ট্রাল কাজোড়া ও লছিপুর কোলিয়ারি এলাকায়
ইসিএল এলাকায় ঘর খালি করার নির্দেশ, বিক্ষোভ। বিনা নোটিশে ইসিএলের সেন্ট্রাল কাজোড়া ও লছিপুর কোলিয়ারি এলাকায় বসবাসকারী মানুষদের ঘর খালি করার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘর না ছাড়লে জল ও বিদ্যুৎ সংযোগ কাটা হবে বলে হুমকির অভিযোগ। এর প্রতিবাদে বুধবার দুপুর তিনটের সময় তৃণমূলের নেতৃত্বে এলাকায় বিক্ষোভ হয়। মদনপুর পঞ্চায়েত প্রধান পার্থ দেওয়াসী জানান, প্রায় ৪০–৫০ বছর ধরে প্রায় ৫০০ পরিবার এখানে বসবাস করছে।