কলকাতা: এবার বাগবাজার সার্ব্বজনীন দুর্গোৎসবের থিম “অরন্যের আহ্বান”
শারদোৎসবের আবহে কলকাতা আজ আবার সাজছে নতুন রূপে। এরই মধ্যে নজর কাড়ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জা ও প্রতিমা। শতবর্ষ প্রাচীন এই পূজা এ বছরেও শিল্পকলার অভিনব উপস্থাপনায় শহরবাসীর মন জয় করেছে। এবার বাগবাজার মণ্ডপে থিম করা হয়েছে “অরন্যের আহ্বান”। বাঁশ, খড়, কাঠ ও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে সমগ্র প্যান্ডেল। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন হারিয়ে যান প্রকৃতির বুকে।