মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: জিয়াগঞ্জ সৌদিগঞ্জ বালক সংঘের এবারের থিম ‘নবান্ন’
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ — এবারের দুর্গাপুজোয় জিয়াগঞ্জ সৌদিগঞ্জ বালক সংঘ এক ভিন্ন ধরণের ভাবনা নিয়ে হাজির হয়েছে। তাদের থিম ‘নবান্ন’। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সাধারণ মানুষই নবান্ন সম্পর্কে বিস্তারিত জানেন না। তাই এবারের থিম মূলত শিক্ষামূলক ও সংস্কৃতিমূলক দিক তুলে ধরতেই করা হয়েছে। নবান্ন বাংলার কৃষিজীবী সমাজের এক বিশেষ উৎসব, যা নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে উদযাপিত হয়। এ উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে নতুন চাল দিয়ে রান্না, গ্রামীণ আনন্দ-