হিলি: পরিবহন শ্রমিকদের নাম সরকারি ভাবে নথিভুক্ত করতে হিলিতে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা মূলক শিবির
সোমবার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলি শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ নাম নথিভুক্তকরণ ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত পরিবহন শ্রমিকদের নাম নিবন্ধন করা হয় এবং সামাজিক সুরক্ষা যোজনার আওতায় প্রভিডেন্ট ফান্ড (পিএফ) প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার পি. কার্তিক চন্দ্র বারুই।