কালীগঞ্জ: দেবগ্রামে সিটুর পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ ও বিডিওর কাছে স্মারকলিপি, উপস্থিত জেলা নেতৃত্বে
Kaliganj, Nadia | Oct 31, 2025 বাম শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে দেবগ্রামে কালীগঞ্জ বিডিও অফিসে একাধিক দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হলো বিডিওর কাছে। কালিগঞ্জ ব্লকে গত কয়েক বছর ধরেই পানীয় জলের সমস্যা, বিভিন্ন এলাকায় আর্সেনিকের প্রভাব এর ফলে সরকারিভাবে অবিলম্বে জল প্রকল্প চালু করে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, কালিগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে বন্ধ এক্সরে দন্ত ও চক্ষু বিভাগ, এমনকি মেলে না ইনজেকশনের সিরিঞ্জ, পলাশী সুগার মিল চালুর দাবি জানানো হয়।