বসিরহাট ১: বাদুড়িয়ার কেওশা এলাকায় তৈরি হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের কলোনি, বসিরহাট থেকে বিস্ফোরক বিজেপি নেতা পলাশ সরকার
এখানে একটি পাড়ায় শতাধিক পরিবার বসবাস করে, এই পরিবারগুলি সবই বাংলাদেশী অনুপ্রবেশকারী, পেপারের ছাউনি দেওয়া বাড়ি, কোনোটা আবার ইটের গাঁথনি টালির চাল দেওয়া, এরা ৫ বছর কোন পরিবার ১০ বছর আবার কোন পরিবার 12 বছর এখানে এসেছে । অধিকাংশ পরিবারেরই কোন ভোটার কার্ড আধার কার্ড বা ভারতীয় নাগরিকত্ব নেই । ২০০২ সালের ভোটার লিস্টে তো কোন মতেই নেই । এলাকার মানুষের দাবি SIR চালু হতেই বহিরাগত যেসব বাংলাদেশীরা থাকতো তারা এখানে এসে ভিড় জমাচ্ছে। এলাকার মানুষের আরো দাবী-নির্বা