মথুরাপুর ২: হরিপুর প্রতিবাদ সংঘের উদ্যোগে লক্ষ্মী পূজার আয়োজন আজ এই লক্ষ্মী পূজার শুভ বিজয়া মেতেছেন এলাকার গ্রামবাসীরা
মথুরাপুর দু'নম্বর ব্লকের হরিপুর প্রতিবাদ সংঘের উদ্যোগে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। আজ অর্থাৎ সোমবার রাত নটা নাগাদ এই লক্ষী পূজার শুভ বিজয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিজয়া উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করা হয় এলাকার প্রায় পাঁচশত জনগণ এই ভোগ গ্রহণে অংশগ্রহণ করেন আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে