কাঁকসা: পুজোর সময় ব্যাপক চাহিদা থাকে কদমার,জগৎ সেরা মানকরের করদা এবার ১৮ কেজির তৈরি হয়েছে মানকরে
দুর্গাপুজো কালি পুজোর পাশাপশি সামনেই জগধাত্রী পুজো,রয়েছে ছট পুজোও।আর এই পুজোর সময় রীতিমত হিমশিম খেতে হয় কদমা প্রস্তুত কারীদের।বুদবুদের মানকর হাট তলায় রয়েছে হাতেগোনা কয়েকজন কদমা প্রস্তুতকারী।তাদের মধ্যেই রয়েছে প্রবীণ হারাধন কর,তিনি জানান।সারা বছর মানকরের কদমার চাহিদা থাকে।তবে কালি পুজোর সময় চাহিদা একটু বেশি।এই কদমা ৫০ গ্রাম থেকে ১০ কিলো ১৮কিলো পর্যন্ত পাওয়া যায়।এখানের কদমা জগৎ বিখ্যাত।