পূর্বস্থলী ১: রাজারপুর ভাতশালা শ্রীগুরু ক্লাব এন্ড পাঠাগারের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো
পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুর ভাতশালা শ্রীগুরু ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে এক রাত্রিব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো. উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত প্রধান মৃণাল কান্তি দেবনাথ সহ আরো অনেকে. এই খেলা এ বছর ২৭ তম বর্ষে পদার্পণ করল. ফাইনাল খেলা কালনা শুভম একাদশ বনাম মাগনপুর তরুণ দল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।