শীতের মরশুমে পর্যটকে ভরা ঝাড়গ্রামে সন্ধ্যার বিনোদনের ঘাটতি মেটাতেই নতুন উদ্যোগ। স্থানীয় সংস্কৃতি, শিল্পী ও হস্তশিল্পকে সামনে রেখে শুরু হল দ্বিতীয় বর্ষের ঝাড়গ্রাম উৎসব। ১১ দিনের এই উৎসব ঘিরে এখন শহরজুড়ে উৎসবের আবহ।শীতের ঝাড়গ্রামে বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠল ঝাড়গ্রাম উৎসব। মঙ্গলবার দুপুরে আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রামের হিন্দু মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ বছরের উৎসবের শুভ সূচন হয়।