মহিষাদল: ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রো নাটশাল ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় গেঁওয়াখালী বাশকুল মাঠে অনুষ্ঠিত হয় ,উপস্থিত BDO
ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রো বুধবার নাটশাল ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় গেঁওয়াখালী বাশকুল মাঠে অনুষ্ঠিত হয় ,উপস্থিত ছিল মহিষাদল ব্লকের বিডিও বরুনাশি সরকার,নাটশাল১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা,জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয় চলে বিকাল তিনটা পর্যন্ত।