নলহাটি ১: উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় দুঃস্থ মানুষদের কাজ অর্থে নলহাটি শহরে ত্রাণ সংগ্রহ CIPM - র, উপস্থিত জেলা নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় দুঃস্থ মানুষদের কাজ অর্থে নলহাটি শহরে ত্রাণ সংগ্রহ CIPM - র। আজ রবিবার বেলা ১১টা নাগাদ CIPM - র নলহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে নেতৃত্ব এবং কার্যকর্তারা নলহাটি শহরে শুরু করেন ত্রাণ সংগ্রহ। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে অসংখ্য মানুষের, সেইসব বন্যা কবলিত এলাকায় দুঃস্থ মানুষের সাহায্যার্থে আজ ত্রাণ সংগ্রহ করছেন নলহাটি শহরে CIPM - র নেতৃত্বরা।