ফরিদপুর দুর্গাপুর: ফের পারদহি জঙ্গলে পৌঁছালো ৪ সদস্যের ফরেনসিক দল সঙ্গে ছিল নিউ টাউনশিপ থানার পুলিশ
শুক্রবার দুপুর তিনটে ৪৫ এ ফের ঘটনাস্থলে পৌঁছালো ৪ সদস্যের ফরেনসিক দল সঙ্গে ছিল নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রথমে যে জায়গা কর্ডন করা হয়েছিল সেই জায়গা এবং পড়ে যে জায়গা কর্ডন করা হয়েছিল সেইখান থেকেও নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুরো পরীক্ষা ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ ২অভিযুক্তর বাইক বাজেয়াপ্ত করেছে।