মগরাহাট ২: শ্যামা কালীপূজো উপলক্ষে উড়াল চাঁদপুর বোম্বের মোড়ে ২২ ফুটের বড়মার প্রতিমা এলাকাবাসীদের উপছে পড়া ভিড়
শ্যামা কালী পুজো উপলক্ষে মগরাহাট দু নম্বর ব্লকের অন্তর্গত উড়াল চাঁদপুর এলাকার বোম্বের মোড়ে বাইশ ফুটের বড়মার বিগ্রহ তৈরি করে এলাকাবাসীদের চমক দিল পূজা উদ্যোক্তারা। ২২ ফুটের বড়মার বিগ্রহ দেখার জন্য এলাকাবাসীদের উপছে পড়ার ভিড়।