খোয়াই: শচীন দেববর্মন স্মরণী নতুন রাস্তার কাজের সূচনা
Khowai, Khowai | Nov 2, 2025 শচীন দেববর্মন স্মরণীর নতুন রাস্তার কাজের সূচনা সূচনা করলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূলচন্দ্র দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাৎ শর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এলাকাবাসীরা। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ এর সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ থাকে অনেক চড়াই-উতরাইয়ের এর পর এই কাজটিতে হাত দিয়েছে প্রশাসন।