রতুয়া ২: ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলে রতুয়া জুড়ে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের
Ratua 2, Maldah | Sep 17, 2025 রতুয়া জুড়ে ঝুঁকিপূর্ণ অতিরিক্ত মানুষ নিয়ে ছোট বড় যানবাহন চলাচল করছে আর সেই যানবাহন গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন।মোটরবাইক থেকে অটো টোটো গুলিকে দাঁড় করিয়ে করা পদক্ষেপ এবং মোটর ভিকেলস এর যে ফাইল তা করা হচ্ছে।অটোগুলিতে যে সংখ্যক যানবাহনে মানুষ যাওয়ার কথা, তার ডবল মানুষ যাচ্ছে এমনই ঘটনা সামনে আসে।মোটরবাইকেও একই অবস্থা।এই পরিস্থিতিতে পুলিশের তরফে তৎপরতায় ফাইন করার সাথে চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে।অসতর্ক থাকলে আরো কড়া পদক্ষেপ।