মেদিনীপুর: মেদিনীপুরের গেটবাজার এলাকায় বেহাল রাস্তা, রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ
মেদিনীপুর পৌরসভার অন্তর্গত গেট বাজার এলাকা। স্টেশন জল ট্যাংকি থেকে ডাক বাংলো রোড যাওয়ার আগে গেটবাজার এলাকায় মেইন রাস্তার অবস্থা বেহাল। আজ রবিবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ এলাকায় গিয়ে দেখা গেল খানাখন্দে ভরা রাস্তা, কোথাও কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ। বড় বড় গর্ত রাস্তার ওপর, সেই খানাকন্দ পেরিয়েই যাতায়াত করছে সাধারণ মানুষ।