মানবাজার ২: বোরো দলীয় কার্যালয়ে তৃনমুল কংগ্রেসের SIR বিষয়ক বৈঠক
এসআইআর নিয়ে দলীয় স্তরে বুথ কর্মী ও ব্লক নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানবাজার-২ নং ব্লকে।শনিবার বিকেল ৪.৩০ টা থেকে বোরো দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর সরেন সুধীর সোরেন,সহ-সভাপতি চন্দ্রশেখর দাস,ভাস্কর চন্দ্র মাহাতো, মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ দলীয় কর্মীরা।