ঝাড়গ্রাম: স্কুল বাস ও পুলকারের স্বাস্থ্য পরীক্ষায় ঝাড়গ্রামের রাস্তায় অভিযানে পরিবহন দপ্তর ও পুলিশ
ঝাড়গ্রাম জেলার স্কুল বাস ও পুলকারের স্বাস্থ্য পরীক্ষা করতে হঠাৎ ঝাড়গ্রাম শহরের রাস্তায় স্পেশাল চেকিং শুরু করে জেলা পরিবহন দপ্তর ও জেলা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের সারদা পীঠ মোড়ে স্কুল বাস ও পুলকারের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল দিক গুলি খতিয়ে দেখা হয়। এদিনের অভিযানে ছিলেন জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক আমির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়ফোদ্দিন খন্দকার, ওসি ট্রাফিক সাহনোয়াজ হোসেন এবং পরিবহন দপ্তরের মোটরভিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল সরজিৎ বারিক ।