কাঁকসা: পানাগড়ে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নমো ম্যারাথন নামে দৌড় প্রতিযোগিতার আয়োজন বিজেপির
নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবস উপলক্ষ্যে তরুণ প্রজন্ম কে মোবাইল ছেড়ে খেলার জগতে ফেরার উদ্যেশ্য নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বিজেপির সেবা দলের পক্ষ থেকে সোমবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে শুরু হয় নমো ম্যারাথন।শেষ হয় পানাগড়ের রণডিহা মোড়ে।সেখানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।পাশাপশি সমস্ত প্রতিযোগীকে প্রধানমন্ত্রীর ডিজিটাল সই করা মেডেল উপহার দেওয়া হয়।