সামশেরগঞ্জ: INTTUC-র নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা, উপস্থিত সাংসদ ও সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম
জঙ্গিপুর সাংগঠনিক জেলা উদ্যোগে নবনির্বাচিত INTTUC-র সভাপতিদের সংবর্ধনা ও বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। উমরপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ, সামশেরগঞ্জের বিধায়ক, খড়গ্রামের বিধায়ক সহ জেলা ও ব্লক স্তরের INTTUC নেতৃত্ব ও কর্মী-সমর্থক। শনিবার সন্ধ্যায় সামশেরগঞ্জের বিধায়ক বলেন, “INTTUC শ্রমিক সংগঠন কেবল শ্রমিকদের স্বার্থরক্ষাই নয়, সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বহন করে।