বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ
বোলপুর জাম্বুনি থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তায় স্টেট ব্যাংকের সামনে গত ১৬ ই সেপ্টেম্বর রাত্রি ১০টা ২৫ মিনিট নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক লরির সঙ্গে এক বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আনুমানিক ২৯ বছরের এক যুবক, নাম সৈকত সিং (ওরফে ভোলা)। সংঘর্ষে জড়িত লরির নাম্বার ছিল WB39C0908।ঘটনার পর শান্তিনিকেতন থানার পুলিশ লরির চালককে গ্রেফতার করলেও স্থানীয়দের অভিযোগ, একদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আহত যুবকের আত্মীয়-পরিজনেরা।আ