কাঁকসা: পানাগড় বাইপাসে রেল ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা ডাম্পারের,অল্পবিস্তর আহত চালক
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলো একটি খালি বালির ডাম্পার।গাড়িতে চালক একাই ছিল বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে আজ রাত ৮টা নাগাদ পানাগড় বাইপাশে রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।দুর্ঘটনায় চালক অল্পবিস্তর আহত হয় বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।জানা গেছে ডাম্পারটি বর্ধমানের দিক থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড়ের দিকে আসছিল।সেই সময় সামনে একটি লরি আচমকা ব্রেক মারলে।নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার টি ডিভাইডারে ধাক্কা মারে।