পুরুলিয়া ২: পুরুলিয়ায় এসটিএফের হানা পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকানে অভিযান চালায় এসটিএফ
পুরুলিয়ায় এসটিএফের হানা ।পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকানে অভিযান চালায় এসটিএফ । দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর ওই বন্দুক দোকান শীল করে দেওয়া হয় । ঘটনায় গ্রেফতার শেখ মনু নামে এক ব্যক্তি। ঘটনায় শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায়