সাঁইথিয়া: সাঁইথিয়ার ভাষা ব্রিজ মেরামতির কাজ জোরকদমে, কালীপুজোর আগেই শেষের আশা
কয়েক মাস আগে টানা বৃষ্টির জেরে বীরভূম জেলার সাঁইথিয়া শহরের ভাষা ব্রীজ জলের তলায় তলিয়ে যায় তাতেই সমস্যায় পড়েছিলেন বহু মানুষজন তাই আজ বুধবার বীরভূমের সাঁইথিয়া শহরের ভাষা ব্রিজের তৈরি করার কাজ জোর কদমে চলছে। সাধারণ মানুষ মনে করছেন কালীপুজোর আগেই সেই ভাষা ব্রিজ সম্পূর্ণভাবে ঠিক হয়ে উঠবে। তাতেই আনন্দে আত্মহারা গোটা বীরভূম বাঁশ আনুমানিক দুপুর তিনটে ৩০ মিন