বিনপুর ২: শিলদা চন্দ্রশেখর কলেজে হল বিশেষ আধার ক্যাম্প ব্যাপক ভিড় মানুষের, ক্যাম্প পরিদর্শন করলেন BDO
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিনপুর 2 ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার বিনপুর 2 ব্লকের শিলদা চন্দ্রশেখর কলেজে হল বিশেষ আধার ক্যাম্প। এদিন সকাল থেকেই আধার ক্যাম্পে মানুষের ভিড় জমতে শুরু হয়। রেকর্ড ভিড় হয় এদিনের আধার ক্যাম্পে। ভ্যাপসা গরমকে উপেক্ষা করে নতুন আধার কার্ড তৈরি, সংশোধন করতে ব্যাপক ভিড় হয় মানুষজনের। এদিন দুপুর নাগাদ আধার ক্যাম্পের কাজ খতিয়ে দেখতে আসেন বিনপুর 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ।