আলিপুরদুয়ার ১: বৃষ্টি না হওয়ায় সাহেবপোঁতায় জমজমাট দশমী মেলা,আলিপুরদুয়ার -১ ব্লকের বিভিন্ন এলাকার মানুষের উপচে পড়া ভিড়
শুক্রবার আলিপুরদুয়ার -১ ব্লকের সাহেবপোঁতা এলাকাতে দশমী মেলার আয়োজন করা হয়।ব্লকের বিভিন্ন পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে সেখানে আসে।বৃহস্পতিবার একই রকম মেলা হয়েছিল ব্লকের সোনাপরে।তবে বৃষ্টিতে মেলার ছন্দ কাটে।এদিন বৃষ্টি না থাকায় মানুষের ভিড় বাড়ে। এতে খুশি মেলা উদ্যোক্তারাও। বিভিন্ন কেনাকাটার ও খাওয়ার দোকানে ভালো বিক্রিও হয়। আর মেলার পর রাতেই প্রতিমা নিরঞ্জন শুরু হয় রাত সাড়ে আটটা নাগাদ।