শ্রীরামপুর-উত্তরপাড়া: শ্রীরামপুর পৌরসভার কম্পোস্ট প্লান্টে আগুন, ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন, পৌর প্রধান ও সিআইসি মেম্বার
মঙ্গলবার হুগলির শ্রীরামপুর পৌরসভার কম্পোস্ট প্ল্যান্টে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে পড়েন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, পৌরসভার সিআইসি মেম্বার পিন্টু নাগ সহ অন্যান্যরা। সিআইসি মেম্বার পিন্টু নাগ বলেন দিওয়ালি ও কালীপূজা উপলক্ষে চতুর্দিকে বাজি ফাটছে সম্ভবত বাজি থেকেই এই আগুন লাগতে পারে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে।