রামনগর ১: জোড়া নিম্নচাপের প্রভাবে দীঘা সমুদ্র সৈকতে ব্যাপক জলোচ্ছ্বাস, পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ প্রশাসনের
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটার পর থেকে প্রশাসন অত্যন্ত তৎপর |বঙ্গোপসাগরে ঘনীভূত জোড়া নিম্নচাপের প্রভাবে দীঘা সমুদ্র সৈকতে বুধবার ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায় গাড়োয়াল টপকে জল চলে আসে মেরিন ড্রাইভে,ফলে পর্যটকদের আগে ভাগে নিরাপদ দূরত্বে থাকা পরামর্শ দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে,সাথে সাথে পুলিশ ও সমুদ্ররক্ষীরা করণ করা নজরদারি চালায়,যদিও মেরিন ড্রাইভে থাকা পর্যটকরা এই জলোচ্ছ্বাস এর মধ্যেই আনন্দ উপভোগ করে |