রতুয়া ২: ভিন রাজ্যের বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু, লক্ষ্মীপুর গ্রামের দেহ ফিরে আসতেই ভেঙে পড়লো পরিবার।
Ratua 2, Maldah | Sep 29, 2025 মালদার রতুয়া থানার চাঁদমুনি-১ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষিপুর গ্রামের বাসিন্দা তারিক আনোয়ার। বয়স ২৫ বছর। প্রায় চার মাস আগে রুজির টানে মহারাষ্ট্রের পুনেতে যান।এক বেসরকারি সংস্থার ইলেক্ট্রিকের কাজ করার সময় গত শুক্রবার ভুলবশত চালু লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর কিছুক্ষন আগেই ফোনে স্ত্রী তানজিমা ও মেয়ে আরিফার সঙ্গে কথা বলেছিলেন তিনি। সোমবার সড়কপথে কফিনবন্দি দেহ নিজ গ্রামে পৌঁছাতেই শোকাস্তব্ধ হয়ে পড়ে গ্রাম।