খাতড়া: কালীপুজোর রেশ এখনও খাতড়ায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় খাতড়া বাজারে
Khatra, Bankura | Oct 22, 2025 কালীপুজো শেষ হলেও খাতড়া বাজারে উৎসবের আমেজ নেই কম। বুধবার সন্ধ্যায় নেপালের পশুপতিনাথ মন্দির, বৃন্দাবনের রাধারাণী মন্দির, “ঢোলকপুরে ছোটা ভিম”, পুরনো সিনেমা হলের থিম ও খাতড়া মহাশ্মশান কালী মন্দিরের আলোকসজ্জা দেখতে উপচে পড়ে দর্শনার্থীর ভিড়। ভিড় সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কড়া নজরদারি ছিল। উৎসবমুখর পরিবেশে দর্শকরা নতুন থিম ও আলোকসজ্জা উপভোগ করেছেন।