আগামী ৭,৮,৯ই নভেম্বর বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ৩৮ তম সম্মেলন। সেই সন্মেলনকে সফল করার লক্ষ্যে সোমবার সকাল ৯ টা বর্ধমান ২ এরিয়া কমিটির পক্ষ থেকে মোটরসাইকেল মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহর বর্ধমানের সর্বমঙ্গলা পাড়া থেকে বের হয়ে ময়ূরমহল হয়ে পুরাতন চক, নতুনগঞ্জ,পাসিখানা, রাজগঞ্জ ঘুরে এদিন বেলা ১২টায় শেষ হয় মিছিলটি। এই মিছিল থেকে বার্তা দেওয়া হয় যে ভাবে মোদী মমতা SIR এর নাম করে ভৃতের সৃষ্টি করছে